Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ আসিফের বিষয়ে যা জানাল ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ আসিফের বিষয়ে যা জানাল ইসি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার নির্বাচন ভবনে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আবু আসিফ আত্মগোপনে আছেন। জেলা প্রশাসকের রিপোর্ট অনুযায়ী তিনি নিখোঁজ আছেন। নিখোঁজ ও আত্মগোপন একই শব্দ। তাই আমরা বলছি, তিনি আত্মগোপনে আছেন।

এর আগে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের নিখোঁজের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান রাশেদা সুলতানা।

তিনি বলেন, প্রার্থীকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে পারবে।

নিখোঁজ আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, শুক্রবার (২৭ জানুয়ারি) রাত থেকে আসিফ ‘নিখোঁজ’ রয়েছেন বলে জানান তার স্ত্রী মেহেরুন্নিছা।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments