Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeপ্রবাসপ্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ইতালির প্রবাসী মোহাম্মদ আলমের সংবাদ...

প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ইতালির প্রবাসী মোহাম্মদ আলমের সংবাদ সম্মেলন

মোহাম্মাদউল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ইতালির ভেনিসে বসবাসরত চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ আলম সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় ভিয়া অলিভে বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্টুরেন্ট এর দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশে যাওয়ার পর এয়ারপোর্টে হয়রানি চেসে নিজ এলাকায় যাওয়ার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখল করে নেয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কষ্ট করে বিদেশে অর্থ উপার্জন করে দেশে সম্পদ করলে বা বিনিয়োগ করলে এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতারা নানা অজুহাতে অর্থ আদায়ের চেষ্টা করে। মামলাসহ হত্যার চেষ্টার অভিযোগও তিনি করেন।

তিনি আরো বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম এসব দেখে তারা দেশে যেতে অনিহা প্রকাশ করছে। দেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এ প্রজন্মের ছেলে মেয়েরা।

মোহাম্মদ আলম এসব হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে প্রবাসীদের নিরাপত্তায় দেশের প্রতিটি জেলায় প্রবাসী নিরাপত্তা সেল গঠনের জন্য অনুরোধ জানান।

সে সময় ভেনিসে বসবাসরত ভেনিস নাগরিক কমিটির সভাপতি, স্হানীয় আওয়ামীলীগ নেতা আবুল কাশেম শিকদার ও সাধারন সম্পাদক আকবর হোসেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্রীর কাছে আবেদন জানান মুক্তিযুদ্ধের পরেই রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা দেবার জন্য।

প্রবাসীরা দেশকে অর্থনৈতিকভাবে যে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রবাসীদের লাগেজ এয়ারপোর্টে চুরি হয়ে যাচ্ছে , তা ছাড়া নানা ভাবে এই প্রবাসীদের হয়রানি করা হচ্ছে।

এসব বন্ধে অনতিবিলম্বে প্রবাসী নিরাপত্তা আইন করে প্রবাসীদের হয়রানি বন্ধে ব্যাবস্হা নিতে হবে। অনেক প্রবাসী বিদেশের ব্যাংকে হাজার হাজার ইউরো ফেলে রেখেছে অথচো নিজ দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। তারা আজ নিজ দেশের ব্যাংকে টাকা রাখতে নিরাপদ বোধ করছেনা।

সংবাদ সম্মেলনে দাবী জানানো হয়, অভিযোগের বিষয় বিবেচনায় এনে প্রধানমন্ত্রী ব্যাবস্হা গ্রহন করলে, দেশের উন্নয়নে প্রবাসীরা আগ্রহী হবেন। দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments