স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা জাভি হার্নান্দেজের দল এখন রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্টে এগিয়ে।
এক ম্যাচ বেশি খেললেও এই জয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালানরা।
ভিয়ারিয়ালের মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ এলেও হতাশ করে রবার্ট লেভানদোভস্কি।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে।
জুলস কুন্দে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নেয়ার পর দুই জন সতীর্থের পা ঘুরে বল পেয়ে যান লেভানদোভস্কি। তার চোখ ধাঁধানো ফ্লিকে বল রিসিভ করে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ১-০ করেন পেদ্রি। পরে সুযোগ পেয়েও গোল পরিশোধ করতে পারেনি ভিয়ারিয়াল।
২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে কাতালানরা।
আইকে