Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশচট্টগ্রামরোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নারী নিহত, গুলিবিদ্ধ ২

রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নারী নিহত, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুর্বৃত্তদের পৃথক গুলির ঘটনায় এক নারী নিহত এবং হেডমাঝিসহ (রোহিঙ্গা নেতা) দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লক এবং ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে গুলির ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রোহিঙ্গা নারীর নাম নূর কায়েস (২৭)। তিনি বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকের বাসিন্দা মো. নজুম উদ্দিনের স্ত্রী।

গুলিবিদ্ধ আহত হেড মাঝি আবদুর রহিম (৩৮) উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ওই ক্যাম্পের এইচ-ব্লকের প্রধান মাঝি।

উখিয়া থানার ওসি জানান, আজ বৃহস্পতিবার উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী অতর্কিত মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

থানার ওসি আরো জানান, আজ একই সময়ে ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী নুর কায়েস নামের এক রোহিঙ্গা নারীকে গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসব ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments