Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশজমির ক্রেতা সেজে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

জমির ক্রেতা সেজে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

জমি কেনার নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আব্দুল হালিম ও ইয়াসমিন আক্তার।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই দম্পতি জমি কিনবে বলে বিক্রেতা বা ব্রোকারকে বাসায় ডেকে আনে। এরপর জিম্মি করে, মারধর করে, প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়।

গতকাল এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন।

তিনি বলেন, বিল্লাল হোসেন নামে একজনের জমি কেনার জন্য যোগাযোগ করেন আব্দুল হালিম। পরে তিনি জমি কিনবেন জানালে তাকে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান। জমি দেখার পর প্রতারক হালিম জানায় জমি পছন্দ হয়েছে, কিন্তু মূল ক্রেতা থাকেন ঢাকার মিরপুরে। তার সঙ্গে বসে বাকি আনুষ্ঠানিকতা সারতে হবে। এজন্য বিল্লালকে মিরপুরে যেতে বলেন হালিম। পরে মোবাইল ফোনে একজন নারী ক্রেতার সঙ্গে কথা বলেন বিল্লাল। কিন্তু ক্রেতারুপী সেই নারী ছিলেন প্রতারক হালিমের স্ত্রী ইয়াসমিন। ক্রেতা ভেবে ভুক্তভোগী বিল্লাল মিরপুর ইয়াসমিনের বাসায় যান। সেখানে যাওয়া মাত্রই আগে থেকে বাসায় থাকা চারজন মারধর করে বিল্লালকে বেঁধে রাখে। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সঙ্গে থাকা সাড়ে সাত হাজার এবং বাসায় ফোনে কল দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ওই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দম্পতি আরও একবার একইভাবে প্রতারণা করে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments