নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হওয়া ভারতীয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’ এর ‘সিন্দাবাদ’ চরিত্রে অভিনয়কারী বলিউড অভিনেতা শাহনাওয়াজ প্রধান আর নেই। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শাহনাওয়াজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শাহনাওয়াজ প্রধান। এ অনুষ্ঠানের মঞ্চে বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
১৮ ফেব্রুয়ারি এ অভিনেতাকে সমাহিত করা হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রসঙ্গত, শাহনাওয়াজ প্রধান অভিনীত ‘আলিফ লায়লা’ টিভি সিরিজটি ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়। এটি প্রযোজনা করেন সুভাষ সাগর। সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর।
আইকে