টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন বেন স্টোকসের। ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউজিল্যান্ড কিংবদন্তি ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড ভেঙে এ ইতিহাস গড়লেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে দিবারাত্রির টেস্টের ২২তম বলে ছক্কা মেরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিজের করে নেন স্টোকস। রেকর্ড গড়া ছক্কা মারার পরের বলে আরও একটি ছক্কা মেরেছেন স্টোকস। এর মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ছক্কার সংখ্যা ১০৯’এ নিয়ে যান এই অলরাউন্ডার।
উল্লেখ্য, টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় স্টোকস-ম্যাককালামের পরেই রয়েছেন ক্রিস গেইল (১০০), অ্যাডাম গিলক্রিস্ট (৯৮) ও জ্যাক ক্যালিস (৯৭)। কিউই পেসার টিম সাউদির রয়েছে ৭৬টি ছক্কা। এছাড়া ভারতের রোহিত শর্মা ৬৬ ও অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ৬৪টি ছক্কা মেরেছেন টেস্টে।
আইকে