Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিক১৩ দিন পর তুরস্কে শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার

১৩ দিন পর তুরস্কে শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ১৩ দিন পর তুরস্কের বিশাল ধ্বংসস্তূপ থেকে শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ার কানাটলি অ্যাপার্টমেন্ট ব্লকের নিচে ২৯৬ ঘণ্টা চাপা পড়ে থাকার পর উদ্ধার হওয়া নারী, পুরুষ এবং শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম টিআরটি জানায়, ওই ভবনের নিচে আরও কেউ জীবিত চাপা পড়ে আছেন কিনা, সেজন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভবনটির পাশেই একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১৩তম দিনে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মাঝে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসংখ্য মানুষ খুব কষ্টে বেঁচে আছেন। তাদের ভালো কোনো আশ্রয়ও নেই।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments