সাভাতে এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায়, কাজমি বাংলাদেশ এবং যশোর এ্যান্ড এ্যাসোসিয়েটসের সহ-পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে ঢাকার পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু ওয়ালটন জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।
শনিবার পর্যন্ত মোট ২৮টি পদকের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ আনসার ১৭টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে আছে। ৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে চাঁপাইনবাবগঞ্জ। ২টি করে পদক নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছে জয়পুরহাট ও শরীয়তপুর। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম পেয়েছে ১টি করে পদক।
এই চ্যাম্পিয়নশিপে ২১টি জেলা, ৩টি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার প্রায় ৪৬৫ পুরুষ-নারী খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে।
দুটি ক্যাটাগরির মোট ৪৮ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে ইয়ুথ এ্যাসোট (১৩-১৭ বয়স), অন্যটি সিনিয়র এ্যাসোট এ্যান্ড কমব্যাট (১৮ + বয়স)। মোট ১৯২ পদকের মধ্যে রয়েছে ৪৮ স্বর্ণ, ৪৮ রৌপ্য ও ৯৬টি ব্রোঞ্জপদক।
বাংলাপেইজ/এএসএম