রাজধানীর মিরপুরের কালশী বালুরমাঠকে ‘বিনোদন পার্ক’ হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে কালশী উড়ালসড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ঢাকা শহরের পরিধি বড় হচ্ছে, উন্নয়নের পরিসরও বাড়ছে, আরো উন্নয়ন হবে। কিন্তু এই মাঠ মাঠই থাকবে, বিনোদন পার্ক হিসেবে ব্যবহৃত হবে এটি।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর মিরপুরে কালশী উড়ালসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে উড়ালসড়কের ফলক উন্মোচন করেন তিনি। এর আগে ১০টা ৪৮ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এর আগে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন কালশী ফ্লাইওভার উদ্বোধনের ফলে মিরপুর থেকে বিমানবন্দর এলাকায় ১০ থেকে ১৫ মিনিটেই যাওয়া যাবে।
এছাড়াও মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।
আইকে