চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (১৯ ফেব্রুয়ারী) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী, দুই বছরের দণ্ডপ্রাপ্ত যেকোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাই এটা নতুন করে বলার কিছুই নেই।
তবে, খালেদা জিয়া রাজনীতি করার বিষয়টি তার একান্ত ব্যাক্তিগত বিষয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা ঘোষণা করা হয়। এরপর তাকে কারাগারে বন্দি করা হয়। এরমধ্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎকার জন্য মুক্তি দিতে পরিবারের পক্ষে থেকে বারবার আবেদন করা হলেও সরকার সায় দেয়নি।
কিন্তু ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার।
আইকে