৩৬ বছর পর দেশকে বিশ্বজয়ের আনন্দে ভাসিয়েছেন আর্জন্টিনা। বিশ্ব জয়ের কয়েকটা দিন পর মাঠের লড়াইয়ে নামছে আর্জেন্টিনার। প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে গেছে। মার্চের শেষ সপ্তাহে প্রথম ম্যাচ খেলবে পানামার বিপক্ষে। বিশ্বজয়ীর বেশে প্রথম দুটি ম্যাচ তারা খেলবে দেশের মাটিতে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিতে বেশ পিছিয়ে থাকা পানামা ও সুরিনাম।
আগামী ২৩ মার্চ বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামবে লিওনেল মেসির দল। রিভার প্লেটের মাঠ এল মনুমেন্তালে মুখোমুখি হবে পানামার। পরের ম্যাচের প্রতিপক্ষ ঠিক হলেও এখনও ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়নি।
আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা টিওয়াইসি জানিয়েছে, ফিফা র্যাংকিংয়ে ১৩৯ নম্বরে থাকা সুরিনামের বিপক্ষে ২৬ থেকে ২৮ মার্চের মধ্য খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই দুই ম্যাচের জন্য এখনও দল দেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাই লিওনেল মেসি ও দি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে কৌতুহল থেকেই গেছে। বিশ্বকাপ জয়ী কোচ অবশ্য জাতীয় দলে খেলার বিষয়টি ছেড়ে দিয়েছেন অভিজ্ঞ দুই খেলোয়াড়ের উপরই। তবে যতক্ষণ ফিট আছেন ততক্ষণ মেসি ও দি মারিয়াকে জাতীয় দলে ডাকার কথা বলেছেন স্কালোনি।
বাংলাপেইজ/এএসএম