দেশ ও বিদেশে ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুকেশ আম্বানি পরিবারের সদস্যরা। সম্প্রতি এমন নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি কৃষ্ণা মুরারি ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ এই নির্দেশ দেন।
সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আম্বানি পরিবারের নিরাপত্তা নিয়ে অবশ্যই ঝুঁকি রয়েছে। আর তাই একটি নির্দিষ্ট এলাকা বা তার বাড়ির চারপাশেই কেবল নিরাপত্তা সীমাবদ্ধ রেখে লাভ নেই।
মুম্বাই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশে ও বিদেশে আম্বানি পরিবারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে। ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন মুকেশ আম্বানি। তার স্ত্রী নীতা আম্বানি পেতেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।
প্রসঙ্গত ২০২১ সালে মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকির চিঠিও মিলেছিল। এমনকি গত বছর স্বাধীনতা দিবসে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি।
বাংলাপেইজ/এএসএম