Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদযেমন হতে পারে বাংলাদেশের একাদশ

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রথম ওয়ানডে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মিরপুরের চেনা কন্ডিশনেও প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে স্বল্প পুঁজিতে গুটিয়ে যায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই বলার মতো রান পাননি।

ব্যাটারদের ব্যর্থতার দিনে লড়াই জমিয়ে তোলেন বোলাররা। কিন্তু ডেভিড মালানের হার না মানা সেঞ্চুরিতে সেটি কার্যত ম্লান হয়ে যায়। তাই দ্বিতীয় ম্যাচের আগে একাদশ কেমন হবে, সেই জল্পনা চলা স্বাভাবিক!

শুক্রবারের ম্যাচটি বাংলাদেশ সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েই নামবে। ইতিবাচক ফল আসলে সেটি প্রেরণা জোগাবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে নতুন করে দলে ডাকা হয়েছে শামীম হোসেন পাটোয়ারীকে। আগে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডে দলে এই প্রথম ডাক পেয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টিতে ভালো করতে না পারা শামীমকে হঠাৎ কেন দলে নেওয়া হলো- তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি তাহলে কালকের একাদশে কোনো পরিবর্তনের ইঙ্গিত কিনা, তাও খোলাসা হয়নি।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। সেই স্কোয়াডে ১৫তম সদস্য হিসেবে শামীম যুক্ত হয়েছেন।

এদিকে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একাদশ পরিবর্তন না করারই গুঞ্জন রয়েছে। ফলে প্রথম ম্যাচের একাদশ নিয়েই এদিন মাঠে নামতে পারেন সাকিব আল হাসানরা। শামীমকে নিলেও কার বদলে নেওয়া হবে সেটি নিশ্চিত নয়। কারণ, মিডল অর্ডারের মাহমুদুল্লাহ গত ম্যাচে ভালো করেছেন। বোলিংয়ে পারফর্ম করেছেন মেহেদী মিরাজও। এর বাইরে লিটন, আফিফ গত ম্যাচে রান না পেলেও সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে তারা ধারাবাহিক ছিলেন। সবমিলিয়ে আগের একাদশ নিয়েই তামিমদের নামার সম্ভাবনাই বেশি।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments