বাস ভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়টির সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ৬টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।এতে প্রায় ৪০ শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর জানান, উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আগামীকাল ও পরশু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।
এছাড়াও পরিস্থিতি সামাল দিতে রাবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।
আইকে