রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনি পাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ মার্চ) আনুমানিক রাত ৮টার দিকে এ আগুন লাগে বলে জানা যায়।
পরে ঘটনাস্থলে এসে বিমান বাহিনীর একটি দল ও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে, এতে কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া এখন পর্যন্ত কারও হতাহতের খবরও এখনও জানা যায়নি।
জানা গেছে, বস্তিতে প্রায় বস্তিটিতে প্রায় কয়েক হাজার ঘর রয়েছে।
আইকে