দেশের মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসার সুযোগ আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, বিভিন্ন রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকারে উন্নত গবেষণার বিকল্প নেই। তাই চিকিৎসা খাতে উচ্চতর শিক্ষার পাশাপাশি গবেষণা করতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান তিনি।
সোমবার (১৩ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে আবদুল হামিদ এ মন্তব্য করেন।
এ সময় বিভিন্ন বিষয়ে সেরা হওয়াদের সনদ তুলে দিয়ে তাদের সবাইকে শুভেচ্ছা জানান।
কিছু অনিয়মের কারণে চিকিৎসা সেবা নিয়ে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করতে হবে। পাশাপাশি উন্নত চিকিৎসার সুযোগ প্রসারিত করতে হবে।
আইকে