Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বান্দরবানের ৩ উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানের ৩ উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এক মাস যেতে না যেতেই আবারো বান্দরবানের তিন উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান জেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ-সংক্রান্ত ১০ ফেব্রুয়ারি ২০২৩ সালে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

এছাড়াও তিনটি উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments