কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের উন্মাদনার বিষয়টি সারা বিশ্বজুড়ে ছড়িয়েছে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাতেও লাল-সবুজের দেশকে বেশ কয়েকবার সম্মান দেখানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় একদিকে যেমন বাংলাদেশের ফুটবলাররা আর্জেন্টাইন লিগে খেলার প্রস্তাব পাচ্ছেন অন্যদিকে বাংলাদেশেও আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাব দলকে আনার চেষ্টা চলছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমেরিকান প্রবাসী শহিদুর রহমান চৌধুরি শান্টু সম্প্রতি সপ্তাহ খানেকের জন্য দেশে এসেছেন। তার সঙ্গী হিসেবে এসেছেন আরো তিন জন। এর মধ্যে রয়েছেন একজন আর্জেন্টাইনও।
চার সদস্যের এই প্রতিনিধি দল আর্জেন্টিনা প্রসঙ্গে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকও করেছেন। বাফুফে ও আগত প্রতিনিধিদল এই প্রসঙ্গে কিছু না বললেও জানা গেছে, আসন্ন জুন সফর নিয়েই মূলত উভয় পক্ষ কাজ করছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গেও তারা বৈঠক করেছেন। দক্ষিণ এশিয়ায় একটি ক্লাবের নিজস্ব স্টেডিয়ামের নজির তেমন নেই। ফ্লাডলাইট সম্পন্ন স্টেডিয়াম করছে বসুন্ধরা কিংস।
এখানেও আর্জেন্টিনাকে আনার চেষ্টা করবে এই প্রতিনিধি দল এমনটাই জানা গেছে বসুন্ধরা কিংস সূত্রে।
সামাজিক মাধ্যমে কিংস অ্যারেনায় আর্জেন্টিনা আসছে এমন খবর রটলেও ক্লাবটির সভাপতি ইমরুল হাসান অবশ্য জানিয়েছেন, ‘তারা সৌজন্য সাক্ষাৎ করেছে। আমাদের একটি প্রস্তাব দিয়েছে মাত্র। এর বেশি কিছইু না।
বাংলাপেইজ/এএসএম