উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে আর্লিং হাল্যান্ডের গোল উৎসবের রাতে বিধ্বস্ত আরবি লাইপজিগ। জার্মান ক্লাবটিকে ৭-০ ব্যবধানের গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে জার্মান দলটিকে চেপে ধরে সিটি।
ম্যাচের ২২তম মিনিটে ডি বক্সে লাইপজিগ ডিফেন্ডার বেনিয়ামিন হেনরিকসের হাতে বল লাগলে ভিএআরে পেনাল্টি পায় ম্যানসিটি। এর ঠিক ২ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন হাল্যান্ড।
বিরতিতে যাওয়ার অন্তিম মুহূর্তে হ্যাটট্রিক করেন হাল্যান্ড।
দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ইল্কে গুন্দোগান। পাঁচ মিনিট পর কর্নার থেকে বার্নার্ডো সিলভা হাল্যান্ডের দিকে বল পাঠান। দ্বিতীয়বারের চেষ্টায় নিজের চতুর্থ ও দলের ৫ম গোল করেন এই ফরোয়ার্ড।
এরপর আবারও হাল্যান্ড শো। ম্যাচের ৫৭তম মিনিটে আকনজির প্রচেষ্টা ফেরান গোলরক্ষক। ফিরতি বল জোরালো শটে আবার জালে পাঠান হাল্যান্ড।
ম্যাচের যোগ করা সময়ে সপ্তম গোলের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ডি ব্রুইনা। লাইপজিগ গোল পরিশোধ করতে না পারায় ৭-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
আইকে