স্টাফ রিপোর্টার, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পূর্বশত্রুতার জেরে জনতাবদ্ধে বাড়ির ভেরা ভেঙ্গে বাড়িতে ঢুকে মেয়েদের শ্লীলতাহানি, মারধর ও স্বর্নালংকার লুটপাতের ঘটনায় ইউপি মেম্বরসহ ২৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ০৭ নং সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের সালাম হাওলাদারের বাড়িতে ওয়ার্ডের মেম্বর সাওনের নেতৃত্বে আল আমিন, সোহেল, মতলেব ও মনিরসহ অজ্ঞাত ১৫/২০ জনের একটি দল সালাম হাওলাদার’র বাড়ির মেইন গেটের টিনের বেড়া ভাংচুর করে বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করলে অভিযোগের সাক্ষি সোনিয়া আক্তার, রুবিনা, ইমতিয়াজ, রেহানা গালিগালাজ করতে নিষেধ করলে কোন কিছু বুঝে উঠার আগেই বিবাদীদের হাতে থাকা লোহার রড ও ভারি লাঠি দিয়ে অতর্কিত হামলা শুরু করে। বিবাদী সোনিয়ার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়, মেয়েদের টেনে হেচরে বের করার চেষ্টা করে এবং মাটিতে ফেলে শ্লীলতাহানী ঘটায়। মেয়েদের বুকে, পিঠে, মাথায় কিল ঘুসি, লাথি মেরে গুরুত্বর আহত করে । স্বাক্ষী রেহানার কানের স্বর্নালংকার ছিনিয়ে নেয়। ঘরে ঢুকে সুকেশ ভেঙ্গে লুটপাত করে এবং ৫০ হাজার টাকা নিয়ে যায়। আঃ ছালাম হাওলাদার’র ছেলে মামলার বাদী রাহাদ হাং কে রড ও লাঠি দিয়ে আঘাত করলে রক্ত জখম হয়। সালামের ভাইয়ের কলেজে পড়ুয়া মেয়েকে টেনে হেচরে রাস্তায় নিয়ে এসে জামা কাপড় ছিড়ে শ্লিলতাহানী ঘটায়।
অবস্থা বেগতিক দেখে বানারীপাড়া থানায় ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কম্প্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। বানারীপাড়া স্বাস্থ্যকম্প্লেক্সে আসলে স্বাক্ষী সুমির অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেরে বাংলায় প্রেরণ করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানা ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।