দেশে গত কয়েক দিন ধরেই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হচ্ছে। প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে যাচ্ছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতেও রেকর্ড ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা ৫৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত ১১ এপ্রিল দেশের ইতিহাসে একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এরপর ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। সর্বশেষ সোমবার (১৭ এপ্রিল) রাতে রেকর্ড ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। আজ (মঙ্গলবার) সেই রেকর্ডও ভেঙে গেল।
এদিকে, রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হওয়ার পরেও দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এমন অবস্থায় মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সেটা আমরা আগেই ধারণা করেছিলাম। কিন্তু গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে, তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে।
‘অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি। সেইসঙ্গে সবার অবগতির জন্য জানাতে চাই পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে। খুব শিগগিরই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে।’
এ সময় ধৈর্য ধারণের জন্য গ্রাহকদের আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আইকে