Wednesday, December 4, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeপ্রবাসভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি: ইতালি ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর  উদ্যোগে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান এর পরিচালনায়,
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাজী আবদুল মান্নান, আব্দুর রাজ্জাক, আবুল কাশেম মিয়া,মেহাম্মদ গিয়াস উদ্দিন, শেখ আব্দুল্লাহ মজিদ, আব্দুর রাশিদ ভূইয়া, কাজী আব্দুল্লাহ রোনাক, মতিউর রহমান, শহিদুল ইসলাম, মোহাম্মদ রাশিদ মিয়া, সেলিম জাবেদ, রতন মিয়া, আক্তার খাঁ, আলী নোয়াজ, নুরুজ্জামান মোহাম্মদ, মোস্তফা মিয়া, সানোয়ার খান প্রমূখ।

বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি প্রায় এক হাজার রোজাদারগণ এ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

১৮ ই এপ্রিল রোজ মঙ্গলবার স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন করা হয়।

আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ইতালির ভেনিসে অবস্থানরত কিশোরগঞ্জ বাসীর আয়োজনে উক্ত অনুষ্ঠানে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ। দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকল ধর্মপ্রাণ রোজদারগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ভেনিসে অবস্থানরত কিশোরগঞ্জ বাসীর নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments