সরকারিভাবে নিম্নমানের চাল না কেনার জন্য নির্দেশনা দিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়াও পুরাতন চাল ছেঁটে বিক্রি করা হলে, সেটাও কেনা হবে না বলে জানান তিনি।
রোববার (৭ মে) দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রী বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, গত মৌসুমে যারা চুক্তি করে চাল দেয়নি তাদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে। ফিট লিস্টে যাতে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম না থাকে, সেজন্যে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যেনো অবৈধ মজুত করতে না পারে, এ বিষয়েও সতর্ক করেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান ও চাল কেনা যাবে না। এ বছর ৪ লাখ টন বোরো ধান এবং সাড়ে ১২ লাখ টন চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।