Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবরিশালজুয়া খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি : থানায় জিডি

জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি : থানায় জিডি

বরিশাল প্রতিনিধি: সাংবাদিক ইলিয়াস হাওলাদার তার ফেসবুক আইডিতে, ৫ মে তার নিজ গ্রাম মহিষকান্দিতে কিছু লোক প্রতিনিয়ত জুয়া খেলেন বলে সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয় জুয়াড়িরা।

গতকাল রবিবার সন্ধ্যায় ওয়াজেদ হাওলাদের চায়ের দোকানে সাংবাদিক ইলিয়াসকে দেখতে পেয়ে মহিষকান্দি গ্রামের মোবারক মল্লিকের ছেলে শোহেল মল্লিক, ও বারেক হাওলাদের ছেলে রেজাউল হাওলাদার, ৭/৮ জন লোক নিয়ে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ইলিয়াস কে মারার জন্য তেরে আসেন। তখন লোক জনের উপস্থিতিতে মারতে না পেয়ে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। এ বিষয়ে আজ (৮ মে) কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস।

এ বিষয়ে ইলিয়াস বলেন, আমি ৫ মে ফেসবুকে লিখেছিলাম মহিষকান্দি গ্রামে কতিপয় লোক জুয়া খেলে। ৭ মে সন্ধ্যায় আমি ওয়াজেদ হাওলাদারের দোকানে চা খেতে বসেছিলাম। তখন মহিষকান্দি গ্রামের মোবারক মল্লিকের ছেলে শোহেল মল্লিক, ও বারেক হাওলাদের ছেলে রেজাউল হাওলাদার, ৭/৮ জন লোক নিয়ে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে কতরে বলে তুই কিসের সাংবাদিক হইছো, সাংবাদিকতা বের করে দিবো এবং মারার জন্য তেরে আসে। এ সময় স্থানীয় লোকজন বাঁধা দিলে মারতে পারেনি। তাই হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। এ বিষয়ে আমি কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে অভিযুক্ত শোহেল জানান, ও কিসের সাংবাদিক, সাংবাদিক হইলেই কি যা খুশি তাই লিখবে, গালিগালাজ করেছি তাতে কি হয়েছে ও যা করতে পারে করুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments