হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ মো. বাসির ও লম্বাবাক গ্রামের দুলাল মিয়া নামের ২জন কৃষকের কাছ থেকে ৬টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
উপজেলা খাদ্য অফিস থেকে জানা যায়, এ বছর কৃষকের কাছ থেকে ১৯শত ৫২ মেট্রিক টন ধান কেনা হবে। ৩০ টাকা কেজি দরে প্রতি মণ ধানের মূল্য ১২শত টাকা নির্ধারণ করে প্রতি কৃষক ৩ মণ থেকে ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।
উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) তনুকা ভৌমিকের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. শাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম রাব্বি জাহান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দ্র সেন রায়, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিব রহমান, সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লা সরকার, মিল ব্যবসায়ী দুলাল মিয়া প্রমূখ।