রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে আজ শুক্রবার (১৯ মে) হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম বলেন, হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ সময় সরকারপ্রধান দু-একজন হজযাত্রীর সঙ্গে মতবিনিময়ও করবেন বলে জানা গেছে।
উদ্বোধনের পর শনিবার (২০ মে) দিনগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দিবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুন (চাঁদ দেখা সাপেক্ষে ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন।
ইতিমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হলেও খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ হয়নি।