এবার আশঙ্কা বেশি হওয়ায় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এডিস মশা নিধনে কাজ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, এডিস মশার বিস্তার কমাতে প্রথমে সচেতনতা চালানো হবে। যদি তারপরও রাজধানীবাসী বাসাবাড়ি পরিষ্কার না রাখে তবে জরিমানা করা হবে।
মঙ্গলবার (২৩ মে) ডেঙ্গু নিধন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
১৫ জুন থেকে ডেঙ্গু নিধনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে ও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মেয়র।
এছাড়া এবার শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন কার্যক্রমে জোর দেয়া হবে বলে জানান মেয়র তাপস।