Thursday, December 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজবিপুল পরিমাণ ভারতীয় চিনি ও শাড়িসহ ২ চোরাকারবারী আটক

বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও শাড়িসহ ২ চোরাকারবারী আটক

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই পংকজ দাশ, এসআই মাহমুদুল হাসান, এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের অন্তর্গত মধ্যনগর সাকিনস্থ ধৃত আসামি আলাল হোসেনের বসতবাড়িতে ২৩ মে গভীর রাতে অভিযান পরিচালনা করে ১। আলাল হোসেন খান (৪৩), পিতা-মৃত আবুল হোসেন খান, ২। আফজাল হোসেন খান (২৩), পিতা-জামাল হোসেন খান, উভয় সাং-মধ্যনগর, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন।

আটককৃত আসামি আলাল হোসেনের বসতবাড়ির টিনের ঘরে তল্লাশি করে ৫০ কেজি করে ৬৮ বস্তায় মোট ৩৪০০ (তিন হাজার চারশত) কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৪,৭৬,০০০/- টাকা এবং ৬৮ (আটষট্টি) পিস ভারতীয় শাড়ি যার আনুমানিক মূল্য ১,০২,০০০/- টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি ও শাড়ি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি ও শাড়ি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments