Thursday, December 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজধর্মপাশায় বজ্রপাতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩ জন

ধর্মপাশায় বজ্রপাতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩ জন

এম এম এ রেজা পাল, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে দশম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক (১৬) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনজনকে আহত অবস্থায় ধর্মপাশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ওমর ফারুক উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের উত্তর পাড়ার আলিম উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় জয়শ্রী ইউনিয়নের পাগলপাড়া গ্রামের পাশের নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকালে নৌকায় ধান বোঝাই করে বিক্রয় করার জন্য বাড়ি থেকে মধ্যনগর বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন ওমর ফারুকসহ ৪ জন। যাওয়ার সময় জয়শ্রী ইউনিয়নের পাগলপড়া গ্রামের নিকটে সকাল সাড়ে ৮ টার দিকে চলন্ত নৌকার উপর বজ্রপাত হয়। এ সময় নিহত ওমর ফারুক নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে গ্রামের লোকজনের সহায়তায় জালদিয়ে টেনে নদি থেকে ওমর ফারুককে মৃত উদ্ধার করা হয়। নৌকায় থাকা আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়ে বড়ি ফিরে যায়।

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটেছে। একজনকে নদী থেকে অনেক খুঁজাখুঁজির পর মৃত উদ্ধার করে, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments