গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র পার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।
শুক্রবার (২৬ মে) গাজীপুর মহানগীর টঙ্গীর নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নৌকা প্রতীকের এই প্রার্থী জানান, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইভিএমের কারণে, অনেকইে ভোট দিতে পারেননি। নির্বাচনের রেজাল্ট যা হয়েছে আমি তা মেনে নিয়েছি। যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমি অভিনন্দন জানাই। আমি যেহেতু দলীয় প্রার্থী ছিলাম সেহেতু আমার পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। তবে কি কারণে আমার পরাজয় ঘটলো তা খুঁজে বের করতে হবে।’
আজমত উল্লা বলেন, ‘সুন্দর সিটি করপোরেশন গড়তে শুধু জায়েদা খাতুন নয়, যে সহযোগিতা চাইবেন তাকেই সব ধরনের সহযোগিতা করা হবে।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হওয়া গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।