Thursday, December 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: চীনের ভাইস মিনিস্টার

দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: চীনের ভাইস মিনিস্টার

দ্রুততম সময়ে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী চীন। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বর্ষার আগেই তা হওয়ার ইঙ্গিত দিয়েছেন চীনের পররাষ্ট্র দফতরের ভাইস মিনিস্টার সান ওয়েইডং।

শনিবার (২৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন সান ওয়েইডং।

এ সময় প্রথম ধাপে ৩ শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেন তারা। আলোচনায় আসে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের নতুন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, জিডিআই’তে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ইস্যু।

এর আগে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই’য়ে সমঝোতা স্মারক সই করে যুক্ত হয়েছে ঢাকা। পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং সফরের আমন্ত্রণ কত দ্রুত বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আগ্রহ ছিল চীনা ভাইস মিনিস্টারের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments