Thursday, December 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকা দিল এফবিসিসিআই

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকা দিল এফবিসিসিআই

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার (২৭) দুপুরে রাজধানীর মতিঝিলে সংগঠনটির সভাকক্ষে ব্যবসায়ীদের কাছে এই অর্থের চেক হস্তান্তর করা হয়।
এ সময় এফবিসিসিআইর পক্ষ থেকে সভাপতি মো. জসিম উদ্দিন বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতাদের কাছে এ চেক হস্তান্তর করেন।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বঙ্গবাজারে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসেই নেতাদের নিয়ে আমরা সেখানে ভিজিট করতে গিয়েছিলাম। সেখানে আগুনের ভয়াবহতা এতটাই যে সব পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। সেখানে যাওয়ার পর আমার মনে হয়েছে এ সংকটে আমাদের পক্ষ থেকে সামান্য হলেও সহযোগিতা করা উচিত। সেজন্য আমরা সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

এ সময় ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বঙ্গবাজারে আধুনিক ভবন নির্মাণে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে আগামী কয়েকদিনের মধ্যে রাজধানীতে বিদ্যমান মার্কেটগুলো পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হবে বলে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এফবিসিসিআইর পরিচালক, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত সাড়ে চার হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments