জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা বন্ধ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি দেশে পরীক্ষামূলক এ কার্যক্রম চালানোর পর এমন ঘোষণা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এরই মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা হয়েছে। তবে শিগগিরই পুরো বিশ্বের নেটফ্লিক্স ব্যবহারকারীদের নতুন নিয়মের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওটিটি প্লাটফর্মের প্রধান নির্বাহী।
সম্প্রতি ডিজনি প্লাস, এইচবিও, অ্যামাজন প্রাইম ভিডিওসহ আরও কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাজারে আসায় কমে যায় জনপ্রিয় এ স্ট্রিমিং সাইটটির রাজস্ব। ফলে এরপর থেকেই গ্রাহক বাড়াতে ও লোকসান ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেয় নেটফ্লিক্স। এরই অংশ হিসেবে এবার পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এরই মধ্যে ব্যবহারকারীরা নতুন এই নিয়ম সম্পর্কে জানাতে নেটফ্লিক্সের পক্ষ থেকেই ইমেইল দেওয়া শুরু হয়েছে।