তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলুর চেয়ে প্রায় ৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে ফের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হলো।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত মোট কাস্ট হওয়া ভোটের মধ্যে ৮৯ দশমিক ৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৫২ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে স্পষ্ট এগিয়ে এরদোয়ান। তার প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ২৮ শতাংশ ভোট।
এর আগে প্রথম দফা নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায়.নিয়ম অনুযায়ী ১৪দিন পর দ্বিতীয় দফা ভোট হচ্ছে।