যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার (২৭ মে) বিকেল ৫টার দিকে এই গুলির ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।
এ বিষয়ে স্থানীয় মেয়র লিন্ডা ক্যালহাউন বলেন, ইতোমধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা উদ্ধাকারীদের কেউ হতাহত হননি।
এদিকে গোলাগুলির ঘটনার পর সেখানে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় বন্ধ ছিল মদ বিক্রিও।
এর আগে ১৫ মে গুলিতে নিউ মেক্সিকোয় ৩ জন নিহত হয়েছিলেন।