বলিউড অভিনেতা শহিদ কাপুর। ২০১৫ সালের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ । ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার জন্ম হয়। এরপর আরেক পুত্রের বাবা-মা হয়েছেন শহিদ-মিরা।
দাম্পত্য জীবনে খুব ভালো সময় পার করছেন শহিদ-মিরা। কিন্তু স্ত্রীর কয়েকটি বদভ্যাসে বিরক্ত শহিদ।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ‘কবীর সিং’খ্যাত এই অভিনেতা।
শহিদ কাপুর বলেন, ‘মিরার ঘুমের অভ্যাস আমার পছন্দ না। কারণ সে ঘুমালে উঠতে চায় না। ঘুম থেকে উঠার জন্য যদি ডাকি তাহলে বিরক্ত হয়। এমনকী সকাল ৯টায় ডাকলেও এমন করে।’
মিরা রাজপুতের দ্বিতীয় বদভ্যাসের কথা জানিয়ে শহিদ কাপুর বলেন, ‘মিরার আরেকটি কাজকে আমি ঘৃণা করি। আর তা হলো, সে আমাকে কোনো কাজের ক্রেডিট দেয় না। আমার কাছে এমন কিছু নেই, যা দিয়ে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি। জানি না, কেন সে আমাকে ক্রেডিট দিতে চায় না।’
শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা আগামী ৯ জুন মুক্তি পাবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— সঞ্জয় কাপুর, রণিত রায়, ডায়ানা পেন্টি প্রমুখ।