প্রচণ্ড গরমের কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি)।
মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিচেনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে মাউশি। এই সিদ্ধান্তের আলোকে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে তীব্র তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বাংলাপেইজ/এএসএম