জয় দিয়ে এবারের ইমার্জিং উইমেন্স এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী ‘এ’ দল। সোমবার হংকংয়ের মংকে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়ে আসর শুরু করেছে লতার মন্ডলের দল। এবারে আসরে ফেভারিট হিসাবে পা রেখেছিল বাংলাদেশ দল। আসর শুরু করল সেভাবেই।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ নারী ‘এ’ দল। দুই ওপেনার সাথী রানী (১১), রুবায়া (১০), টপ অর্ডার সুবহানা (১৪), অধিনায়ক লতার (৬) ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫২। তাতেই ৪ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সেখান থেকে ৫ম জুটির ২২ বলে ৩৬ ও অবিচ্ছিন্ন ৭ম জুটির ৩৪ বলে ৫৭ রানে বাংলাদেশ স্কোর টেনে নিয়েছে ১৪৮/৬ পর্যন্ত। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে হতাশ করায় (০,১৪ ও ৮) ফর্মে ফেরার পরীক্ষা ছিল মুরশিদার।
সেই পরীক্ষায় সফল এই মিডল অর্ডার। ৪৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৭ রানে ছিলেন তিনি অপরাজিত। স্বর্ণা ১৪ বলে ২০ এবং রাবেয়া ১৪ বলে ১৫ রান করেছেন। মালয়েশিয়ার মাহিরা ইসমাইল (২/২১), নূর ডালিয়া (২/২৫) এবং আয়েশা ইলিশা (২/২০) ২টি করে উইকেট পেয়েছেন।
১৪৯ রানের চ্যালেঞ্জে শুরু থেকেই মালয়েশিয়াকে ব্যাকফুটে নামিয়ে এনেছেন লতা মণ্ডলের দল। রাবেয়া (২/৭),মারুফা (১/১৬),মেঘলা (১/৬),নাহিদা (১/৯), এবং সুলতানার (১/১০) বোলিংয়ে মাত্র ৫১/৮-এ থেমেছে মালয়েশিয়া। সর্বোচ্চ ১৩ রান করেছেণ ক্রিস্টিনা।
বাংলাদেশ নারী ‘এ’ দল : ১৪৮/৬ (২০.০ ওভারে)
মালয়েশিয়া জাতীয় নারী দল : ৫১/৮ (২০.০ ওভারে)
ফল : বাংলাদেশ ‘এ’ দল ৯৭ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : মুরশিদা (বাংলাদেশ ‘এ’ দল)।