Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদচীনে ৪০ বছরের মধ্যে সবচেয়ে কম বিয়ের রেকর্ড

চীনে ৪০ বছরের মধ্যে সবচেয়ে কম বিয়ের রেকর্ড

বিশ্বের অন্যতম জনবহুল দেশ চীনে বিয়ের প্রতি তরুণ-তরুণীদের অনীহা দিন দিন শুধু বেড়েই চলছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে— দেশটিতে গত ৪০ বছরের মধ্যে গত বছর (২০২২ সাল) সবচেয়ে কম মানুষ বিয়ে করেছেন।

বিয়ে ও সংসারের প্রতি অনাগ্রহের কারণে চীনের জনসংখ্যাও আশঙ্কাজনক হারে কমছে। এ সময়ই সামনে এলো এমন উদ্বেগজনক তথ্য।

চীনের বেসামরিক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে বিয়ে করেছেন ৬৮ লাখ যুগল। অথচ ২০২১ সালেই এ সংখ্যাটি ছিল ৭৬ লাখ ৩০ হাজার।

প্রায় ৪০ বছর আগে (১৯৮৬ সাল) এক বছরে কতজন মানুষ বিয়ে করেছেন সে হিসেব রাখা শুরু করে চীন। আর এই দীর্ঘ সময়ের মধ্যে ২০২২ সালেই সবচেয়ে কম মানুষ বিয়ে করেছেন বলে তথ্যে ওঠে এসেছে।

অবশ্য ২০২২ সালে বিয়ে কম হওয়ার জন্য করোনা মহামারির নিষেধাজ্ঞার বড় ভূমিকা রেখেছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ ওই সময়ও দেশটিতে অনেকে নিষেধাজ্ঞার কবলে ছিলেন।

চীনের জন্মহার গত বছর প্রতি ১ হাজার জনে ৬ দশমিক ৭৭ শতাংশ কমে যায়। যা ২০২১ সালে ৭ দশমিক ৫২ শতাংশ থেকেও কম। অপরদিকে দেশটিতে মৃত্যুহার ১৯৭৪ সালের পর সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। গত বছর চীনে প্রতি ১ হাজার জনে মৃত্যুহার ছিল ৭ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া গত বছর চীনের শেষ ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমে যাওয়ার ঘটনাও ঘটে।

বিয়ে ও জনসংখ্যা বৃদ্ধিতে চীন সরকার এখন বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে। তবে এগুলোর সুফল এখনো পাওয়া শুরু হয়নি।

সূত্র: সিএনএন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments