সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সীমান্তের ওপারে ভারতের মেঘালয় পাহাড় থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ মাটিয়া হাওরে খাবারের সন্ধানে নেমে আসার পর জেলেদের মাছ ধরার ফাঁদে (ছুঁইয়ে) আটকা পরে। এরপর সাপটিকে স্থানীয় কয়েক যুবক শ্রীপুর বাজার সংলগ্ন গ্রামের সামনের রাস্তায় এনে পিটিয়ে হত্যার করে। পরে মৃত সাপ নিয়ে আনন্দ উল্লাস করছে স্থানীয় এলাকাবাসী ও উৎসুক জনতা।
এরপর সাপ নিয়ে তাদের আনন্দ উল্লাসের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় ওই যুবকরা। এ ঘটনাটি ঘটেছে আজ (১৩ জুন মঙ্গলবার) সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন রাস্তায়।
প্রত্যক্ষদর্শীরা সাকিব হোসেন(২০) ও নেছার মিয়া (৩২) জানান,আজ রাতে স্থানীয় জেলেরা তরঙ্গ শ্রীপুর গ্রামের জমিদার বাড়ির পাশ্ববর্তী মাটিয়ান হাওরের সিঙ্গার দাইর বিলে মাছ ধরার জন্য ছাঁই ( মাছ ধরার ফাদ) পেতে রাখে।
অজগর সাপটি রাতের কোন এক সময় খাবারের সন্ধানে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসে হাওরে জেলের পেতে রাখা মাছ ধরার ছাই ( ফাঁদে) এসে ঢুকে পরে। পরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় জেলেরা হাওরে গিয়ে তাদের পেতে রাখা মাছ ধরার ছাই (ফাঁদ) থেকে মাছ আনার সময় ছাইয়ের( ফাঁদের) ভিতর ৯ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পায়। পরে অজগর সাপটিকে তুলে এনে গ্রামবাসীর ও স্থানীয় লোকজনসহ জেলেরা মিলে পিটিয়ে হত্যা করে মৃত সাপটি নিয়ে সবাই মিলে আনন্দ উল্লাস করে। সাপটি মেরে আনন্দ-উল্লাসের পর সবাই মিলে অজগর সাপটিকে মাটি চাপা দেয়।
এ বিষয়ে সুনামগঞ্জ-বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, বিষয়টি আমরা জেনেছি, সাপটিকে সকালেই মেরে তারা ফেলে দিয়েছে। আমার যদি এ বিষয়ে তাৎক্ষণিক জানতে পারতাম তাহলে সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করতে পারতাম। তারপরও উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এ বিষয়য়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।