এবারের এশিয়া সফরে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ম্যাচ খেলতে যাওয়ার কথা আছে আলবিসেলেস্তিদের। কিন্তু সেই ম্যাচে খেলবেন না মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর অবকাশ যাপনের জন্য ছুটিতে যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
দলবদল আর বিশ্বকাপের কারণে চলতি বছরটা শারীরিক এবং মানসিকভাবে বেশ চাপের মধ্য দিয়ে গিয়েছে মেসির। তাই বিশ্রামটা বেশ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টাইন তারকার জন্য। সে কারণেই হয়তো জাকার্তার ম্যাচটা খেলতে চাচ্ছেন না এই তারকা।
আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। এই ম্যাচের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে জাকার্তা যাবে আর্জেন্টিনা দল। এই ম্যাচে দলের সঙ্গে থাকবেন না মেসি।
১৯ জুন ইন্দোনেশিয়ানদের বিপক্ষে মাঠে নামবে মেসিবিহীন আর্জেন্টিনা।