ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা বাজারে শনিবার রাতে এম স্বপন জাহান নামে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
আহত ওই সাংবাদিকের বাড়ি উপজেলার গড়াকাটা গ্রামে। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে একই গ্রামের পাঁচজনকে আসামি করে ওই দিন রাতেই মধ্যনগর থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন।
সাংবাদিক এম স্বপন জাহান আলোকিত প্রতিদিন পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। আহত সাংবাদিক জানান, মধ্যনগর উপজেলার গড়াকাটা গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া, তাজু মিয়া, মন্নাফ মিয়া, লালন মিয়া, কালন এলাকায় মাদক সেবন, ব্যবসা ও নানা অপকর্মের সঙ্গে জড়িত।
তারা মদ সেবন করে প্রায় প্রতিদিনই গড়াকাটা বাজারে মাতলামি করে মানুষজনকে নানাভাবে বিরক্ত করে আসছে। মাদক ব্যবসার জন্য জয়নাল মিয়াকে ২-৩ বছর আগে মদসহ গ্রেফতারও করেছিল পুলিশ। এ ঘটনায় পত্রিকায় খবর প্রকাশের জের ধরে ও মাদকের বিরুদ্ধে আমি প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী জয়নাল মিয়া ও তার লোকজন আমার ওপর ক্ষিপ্ত ছিল। বেশ কিছুদিন ধরে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল।
শনিবার রাত ৮টার দিকে আমি গড়াকাটা বাজারে একটি চায়ের স্টল থেকে বের হয়ে ওই বাজারের সামনের সড়কে আসামাত্রই মাদক ব্যবসায়ী জয়নালের নেতৃত্বে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারতে শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে প্রাণে রক্ষা করে তারা আমাকে নিজ বাড়িতে পৌঁছে দেন। ওরা খুবই উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক । বর্তমানে আমি জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।
ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল বলেন, এই সব মাদক কারবারী ও সন্ত্রাসী হামলা কারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমার পুলিশ পাটিয়েছি তদন্ত করতে, ঘটনার সাথে জরিত দুষি ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।