প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ লাখ গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও ঘরবাড়ি সংস্কারের জন্য ১৬৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৫ লাখ ৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বাংলায় একজন মানুষও গৃহহীন থাকবে না। তার সেই স্বপ্ন পূরণ করার ধারাবাহিকতায় ১৯৯৬ থেকে শুরু ২০২৩ পর্যন্ত ৯ লাখ গৃহাহীনকে ঘর নির্মাণ করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান প্রমুখ।