সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর মনিটরিংয়ে ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহার ছুটিতেও ট্রেনে বাড়ি ফেরা স্বস্তির হয়েছে।
শুধু ঈদযাত্রা নিয়, ফিরতি যাত্রাতেও স্বস্তি পেয়েছে মানুষ। আবার যারা ঈদের ছুটিতে ট্রেনের টিকিট পাননি, তারা গ্রামে যাচ্ছেন এখন। ঢাকায় ফেরার চেয়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা এখনো বেশি।
টানা ৫ দিনের ঈদের ছুটি শেষে রোববার থেকে খুলছে অধিকাংশ অফিস। এ কারণে শনিবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা বলছেন, ট্রেন সময়মতো ছেড়েছে, তেমন কোনো সমস্যা হয়নি।
শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী যাত্রীর তুলনায় ঈদ পরবর্তী ছুটি কাটাতে ঘরমুখো মানুষের চাপ ছিল বেশি। সরেজমিন দেখা গেছে, সিরিয়াল ধরে প্ল্যাটফর্মের ভেতর ঢুকছেন যাত্রীরা। প্ল্যাটফর্মে ঢোকার আগে প্রত্যেকের টিকিট চেক করছেন রেলওয়ের কর্মীরা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছর টিকিট কাটলেও অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনে সিট পাওয়া যেত না। অনেকে টিকিট থাকা সত্ত্বেও সিটে বসতে পারতেন না।
কিন্তু এবার তেমনটা হয়নি। বিনা টিকিটে কেউ স্টেশনে ঢুকতে না পারায় স্বস্তিতেই ঢাকায় ফিরেছেন যাত্রীরা।
কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টারের দায়িত্বে আছেন মো. আফছার উদ্দিন। তিনি বলেন, সব ট্রেন ঠিক সময়ে আসছে ও ছেড়ে যাচ্ছে। যাত্রীরা নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন। এখন পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীর তুলনায় ঢাকা ছাড়া যাত্রীদের চাপ বেশি। রোববার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে