সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকর মারা গেছেন। শনিবার অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ওয়াফার বরাদ এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, এ ঘটনায় আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
আবু বকর ১৯৫৩ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ২০১৯ সাল থেকে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।