রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিয়া মহিউদ্দিন ও মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হবে।
বুধবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা এই দুই আসামির ফাঁসি এক সঙ্গে কার্যকর করা হবে বলেও জানা গেছে।
এর আগে মঙ্গলবার এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।
ওইদিনই প্রাণে দণ্ডিত দুই আসামির পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কারাগারে গিয়ে দেখা করে এসেছেন।
একই দিন দুপুরে কারাগারের ভেতরে রাজশাহী জেলা প্রশাসক, সিভিল সার্জন, ডিআইজি প্রিজন ও কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিং করে।