আগামী বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জনসভায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি প্রকল্পের উদ্বোধন এবং নতুন করে আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
সোমবার (৩১ জুলাই) রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ১০ লাখেরও বেশি মানুষ জনসভায় অংশ নেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়াও সমাবেশে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের যাতায়াতের সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এগুলো হল, পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, দিনাজপুর স্পেশাল, বুড়িমারী স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল, কুড়িগ্রাম স্পেশাল ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।
বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই ট্রেনগুলো রংপুরে পৌঁছাবে।