সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর মিরপুর-১ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়।
একই সময়ে মতিঝিল থেকে আরেকটি বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি কমলাপুরে গিয়ে শেষ হয়।
এসব বিক্ষোভ মিছিলে দলের নেতাকর্মীদের মুক্তির দাবিসহ সরকার বিরোধী স্লোগান দেয়া হয়।
মিরপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। আর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজন করে মতিঝিল থেকে কমলাপুরের মিছিলটি।
এ সময় দলের আটক শীর্ষ নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন মতিঝিলের মিছিলে নেতৃত্ব দেয়া দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
এদিকে পূর্বঘোষিত আজ শুক্রবারের (৪ আগস্ট) ঢাকার সমাবেশ স্থগিতের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকার সমাবেশ স্থগিত করলো জামায়াত। এর আগে গত ১ আগস্ট সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়েছিলো দলটি। সেবারও তাদের অনুমতি দেয়া হয়নি।