আওয়ামী লীগের ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদকরা ভারমুক্ত, অর্থাৎ তারা পূর্ণ সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবেন।
রোববার (৬ আগস্ট) রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা-উপজেলা পর্যায়ের নেতারা এই আওতায় পড়বেন বলে জানান তিনি।
এর আগে এদিন অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস দলের সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।’
জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।’
বর্ধিত সভা সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের পর আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে এ ঘোষণা এসেছে।